আট মাস পর স্থায়ী জামিন পেলেন জান্নাতি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি হোসাইনকে হত্যা মামলা থেকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মিজানুল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
২০১৪ সালের ১১ জুলাই রাজধানীর জাহাঙ্গীরগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান খানের ছেলে এ কে এম মুস্তামসির আশরাফ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন তেজগাঁও থানায় একটি মামলা করে। পরে নিহতের চাচা হান্নান খান নিম্ন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলাটি তেজগাঁও থানায় দায়ের করা মামলার সঙ্গে একীভূত করা হয়।
আসামিপক্ষ হাইকোর্টে এ মামলায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে আজ স্থায়ী জামিন দেন। এর ফলে আসামি জান্নাতি হোসাইনের কারাগার থেকে মুক্ত পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
জান্নাতি হোসাইন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ঘটনার দিন ব্যবসায়িক অংশীদার ও বন্ধু মুস্তামসির আশরাফকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়িটি রাজধানীর জাহাঙ্গীরগেট এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন মুস্তামসির। ঘটনাস্থল থেকেই জান্নাতিকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে প্রায় আট মাস কারাগারেই ছিলেন তিনি।