কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

Looks like you've blocked notifications!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, আজ সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক ৯৩১ নম্বর পিলারের কাছে বাংলাদেশি পাঁচজন গরু ব্যবসায়ী গরু আনতে যান। এ সময় ভারতের নারায়ণগঞ্জ বিওপির বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। এতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী বুলেটবিদ্ধ হয়ে আহত হয়।

আহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি গ্রামের হাসেন আলীর ছেলে আজিদুল হক (৩২), মতিয়ারের ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও আবু বকরের ছেলে মো মিঠু মিয়া (২৫)। মাথায় বুলেটবিদ্ধ গুরুতর আহত আজিদুলকে মুমূর্ষ অবস্থায় গোপনে রংপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় ফুলবাড়ী সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

কুড়িগ্রামে বিজিবির ৪৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।