হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মোটর ও চালকল মালিকদের সভা
চালভর্তি ট্রাক ছিনতাই ও চালক-সহকারীকে গলা কেটে হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মোটর ও চালকল মালিকদের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা হয়েছে।
আজ সোমবার প্রতিবাদ সভা শেষে দাবি আদায়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস।
কুষ্টিয়া জেলা ট্রাকমালিক গ্রুপ, জেলা অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি এবং জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে আজ দুপুরে কুষ্টিয়ার মজমপুর গেটে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় মালিক-শ্রমিকরা অংশ নেন।
জেলা ট্রাকমালিক গ্রুপের সভাপতি ও অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুর রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সাধু, জেলা বাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবলু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু প্রমুখ।
গত ১৪ জানুয়ারি রাতে মুন্সীগঞ্জে চালবোঝাই একটি ট্রাক আটকে চালক রবিউল ইসলাম ও সহকারী আরিফুল হোসেনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রায়ই এমন ঘটনা ঘটলেও কোনো সুবিচার হয় না উল্লেখ করে আবদুর রশীদ বলেন, দ্রুত এসবের বিচার চাই। হত্যাকারীদের গ্রেপ্তার ছাড়াও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধেরও দাবি জানান তিনি।