নবীগঞ্জের কুশিয়ারা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক গ্রামে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন থেকে দ্রুত রক্ষার দাবিতে সোমবার বিশাল মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভাঙনে বসতবাড়ি, বনজ সম্পদ, চাষাবাদযোগ্য ভূমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, উপাসনালয় প্রভৃতি বিলীন হয়ে গেছে। তারপরও কুশিয়ারা নদীর ধ্বংসলীলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।

কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে বিশাল মানববন্ধন করেছে দীঘলবাঁক গ্রামের বাসিন্দারা। সোমবার বিকেলে কুশিয়ারা নদীর তীরে হাতে হাত রেখে বিশাল মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবাসী কমিউনিটি নেতা সাজ্জাদুর রহমান আলা মিয়া, বিশিষ্ট লেখক ও কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ ছোটন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী শাহ মনসুর আলী নোমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, কমিউনিটি নেতা শেখ শামীম আহমদ, লেখক শহিদুজ্জামান, কমিউনিটি নেতা এখলাছুর রহমান, শাহানশা লিমনসহ অনেকেই। বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্কুল, মাদ্রাসার, ছাত্র, শিক্ষকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ফজলুর রহমান, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, জি টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দন, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, এস এ টিভির জেলা প্রতিনিধি আবদুর রউফ সেলিম, বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, ৭১ টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না।

কুশিয়ারা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। নদীর হিংস্র থাবায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়েছেন বারবার উত্তর নবীগঞ্জের দীঘলবাঁক, আহমদপুর, কুমারকাদা, গালিমপুর, মাধবপুর, ফাদুল্লা, মথুরাপুর, জগন্নাথপুর উপজেলার অটঘর, নোয়াগাঁও, রানীগঞ্জ ও বানিয়াচং উপজেলার এক বিরাট জনগোষ্ঠী। দীঘলবাঁক এলাকাবাসী নদীভাঙন সমস্যার সমাধানের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে।