মেঘনায় ট্রলারডুবি, কয়েক শিশু ‘নিখোঁজ’

Looks like you've blocked notifications!

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কয়েক শিশু ‘নিখোঁজ’ রয়েছে বলে দুর্ঘটনার শিকার এক যুবক দাবি করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।   

দুর্ঘটনার শিকার সুমন (২৫) নামের এক যুবক জানান, সকালে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে একটি জাহাজের সঙ্গে ট্রলারটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা সব যাত্রী নদীতে পড়ে যান। নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করতে পারলেও ট্রলারে থাকা পাঁচ থেকে সাতজন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।     

আহত সুমন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ডুবুরি বা কোস্টগার্ডের সদস্য ঘটনাস্থলে পৌঁছাননি বলে জানা যায়।