ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আর্টিস্ট ক্যাম্প শুরু

Looks like you've blocked notifications!
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বর্বরোচিত হামলার প্রতিবাদে দুই দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি

সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সেখানে বাংলাদেশ জাতীয় চারুকলা ও কারুকলা শিল্পীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও শিল্পকলা একাডেমির আয়োজনে ওই ক্যাম্প চলছে।

 আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজউদ্দিন জামি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অঙ্গনে এ ধরনের বর্বরোচিত ধ্বংসলীলা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য জাতীয় চিত্রকলা শিল্পী আবদুল মান্নানের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম ব্রাহ্মণবাড়িয়ায় এসেছে।