আগে শহীদদের তালিকা প্রকাশ করতে বললেন গয়েশ্বর
মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রকাশ করার পর খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
urgentPhoto আজ বুধবার আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। তিনি আরো বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার, দেওয়া হচ্ছে একের এক মামলা।
আর রাজধানীতে অপর এক অনুষ্ঠানে, ক্ষমতাসীনরা এখন ভীতিকর অবস্থায় রয়েছে বলে দাবি করেন বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ।
সারা দেশে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা মামলা অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতারা বলেন, গণতন্ত্রকে স্বাভাবিকভাবে চলতে না দিলে মাথা চাড়া দেবে উগ্রবাদ।