মার্চে ৭৭৪ ইউপিতে নির্বাচন করতে চায় কমিশন
আগামী মার্চ মাসেই দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৭৭৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করবে কমিশন। আর সেই ৭৭৪টি ইউনিয়ন পরিষদের তালিকাও করেছে কমিশন।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জানান, আগামী মার্চ মাসে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন করা হবে। প্রথম ধাপে কয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে তার একটা তালিকা করা হয়েছে। এগুলো এখন কমিশন সভায় উঠবে।’ এর পরই অনুমোদনের ব্যাপারটি আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
দেশে এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় প্রতীকে লড়বেন।
বর্তমানে দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯ (৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।