বড়াইগ্রামে খ্রিস্টান দম্পতিকে মারপিটের ঘটনায় আটক ৭
নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান দম্পতিকে মারপিট ও মালপত্র লুটের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গত বুধবার রাতে উপজেলার কালিকাপুর গ্রামের বৃদ্ধ গ্যাব্রিয়েল কস্তার (৭১) বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। তারা গ্যাব্রিয়েল ও তাঁর স্ত্রী বীনা পিরিচকে (৬৫) মারপিট করলে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে স্বর্ণালংকারসহ বাড়ির মালপত্র লুটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত দম্পতি বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাব উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাতজনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন পাওয়া গেছে। এদের মধ্যে কয়েকজন ছিনতাইকারী ও ছিঁচকে চোর বলে জানান তিনি।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আটক ব্যক্তিদের রাখা হয়েছে।