নাটোরে আ. লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আবু রায়হান মোল্লা নামের আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহিমালী এলাকার একটি আম গাছ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানকে আটক করা হয়েছে।
নিহত রায়হান বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক দয়াল কুমার ব্যানার্জি জানান, সকালে স্থানীয় লোকজন বাহিমালী এলাকার একটি মাঠের ভেতর আম গাছের ডালের সঙ্গে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে আবু রায়হান মোল্লাকে হত্যা করা হতে পারে বলে জানান দয়াল। তিনি বলেন, এ ঘটনায় মাঝগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক জাহিদ হাসানকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান গ্রামের বাড়ি কামারদহ যান। সেখান থেকে রাত ৮টার দিকে বাহিমালীর উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ সূত্র আরো জানায়, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে রায়হান সদস্য প্রার্থী ছিলেন। এবারও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। ২০১৫ সালের এপ্রিল মাসে বাহিমালী এলাকার মোত্তালেব নামের এক কৃষককে গুলি করে হত্যা মামলার আসামি ছিলেন রায়হান।