১২ পেট্রলবোমা রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ
নওগাঁর আত্রাই উপজেলার জাতআমরুল জিয়ানীপাড়া গ্রামে হত্যা মামলার এক বাদীর গোয়ালঘরের সামনে ১২টি পেট্রলবোমা রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বোমাগুলো জব্দ করে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে ওই অভিযান চালানো হয়।
আত্রাই থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান, পরিদর্শক (তদন্ত) সামসুল আলম, উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নানসহ পুলিশের একটি দল আজ ভোর ৫টার দিকে জাতআমরুল জিয়ানীপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির গোয়ালঘরের সামনে বস্তার ওপর কাগজের প্যাকেটের মধ্যে রাখা ১২টি পেট্রলবোমা জব্দ করে পুলিশ।
এ সময় ওই বাড়ির পাশ থেকে পুলিশ গ্রামের সাইদুল ইসলাম (২২), বাবুল হোসেন (৩৫) ও বদর উদ্দিনকে (৫০) আটক করে।
আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান জানান, আটক তিনজন উজ্জ্বলের বাবা মন্টু মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁরা হত্যা মামলার বাদী উজ্জ্বলকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার জের ধরে তাঁরা উজ্জ্বলকে ফাঁসাতে এবং নাশকতার উদ্দেশ্যে এই পেট্রলবোমাগুলো গোয়ালঘরের সামনে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) সামসুল আলম বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।