পাবনার ব্যবসায়ী আজিজুল ইসলামের ইন্তেকাল
পাবনা শহরের শালগাড়িয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আজিজুল ইসলাম (৭০) আজ শুক্রবার ভোররাতে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জুমার নামাজের পর শালগাড়িয়া গোডাউন জামে মসজিদ এলাকায় জানাজা শেষে তাঁকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।
আজিজুল ইসলামের মৃত্যুতে পাবনার জেলা প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ধ্রুব রুদ্র কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলাদেশ সাংবাদিক সমিতি, পাবনা জেলা শাখার সভাপতি আবদুল মজিদ দুদু ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মো. আজিজুল ইসলাম স্ত্রী, পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিপুলসংখ্যক মানুষ তাঁর জানাজায় শরিক হন।