স্বপ্নপুরীতে বেড়াতে যাওয়ার পথে চালক নিহত, আহত ৫

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি

দিনাজপুরের ‘স্বপ্নপুরী’ বিনোদন কেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে আজ সোমবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক বাবু (৩৪) নিহত হন। গুরুতর আহত হন গাড়ির পাঁচ আরোহী।

আহত ব্যক্তিদের বাড়ি ঢাকার সেগুন বাগিচা ও লালমাটিয়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো নিহত প্রাইভেটকার চালকের ঠিকানা জানা যায়নি।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার জানান, আজ সোমবার বিকেল ৪টার দিকে একটি প্রাইভেটকারে ঢাকার কয়েকজন যুবক দিনাজপুর জেলার স্বপ্নপুরী বেড়াতে যাচ্ছিলেন। গাড়িটি পাঁচবিবি উপজেলার নওদা নামক স্থানে জয়পুরহাট-হিলি সড়কে পৌঁছালে সেখানে রাস্তা পার হওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক বাবু নিহত এবং গাড়ির ভেতরে থাকা পাঁচ যুবক গুরুতর আহত হন।

আহত ব্যক্তিরা হলেন ঢাকার রোজেন ও তাঁর ভাই সোজেন এবং সোয়েব, সুজাউল ও স্বরূপ।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান।