বড়ই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামে পুকুরে ডুবে চাচাত ভাইবোনের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিশু চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামে পানিতে ডুবে গেলে বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহত দুই শিশুর নাম ইয়ামিন হাসান (৫) ও তানিয়া খাতুন (৪)। ইয়ামিন দাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও তানিয়া খাতুন রফিকুলের ভাই শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর ২টার দিকে রফিকুল ও তাঁর ভাই শহিদুলের দুই শিশু সন্তান ইয়ামিন ও তানিয়া বাড়ির পাশের বড়ই গাছ থেকে বড়ই কুড়াতে যায়। পুকুর পার থেকে বড়ই কুড়ানোর একপর্যায়ে দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের না পেয়ে খোঁজ করার একপর্যায়ে পুকুরে জাল ফেলা হয়। ওই জালে দুই শিশুর লাশ উঠে আসে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক এই তথ্য নিশ্চিত করেছেন।