শরীয়তপুরে নিখোঁজের তিনদিন পর ছাত্রীর লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় মুলনা গ্রাম থেকে আজ শুক্রবার বিকেলে চাঁদনী আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়।
চাঁদনী জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। সে একই উপজেলার ছোট মুলনা গ্রামের আলী আজগর খানের মেয়ে।
জাজিরা থানা ও গ্রামবাসী সূত্র জানায়, গত বুধবার বিদ্যালয়ে ছুটির পর চাঁদনী বান্ধবী পাখি আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিল। পথে পাখি তার ভাইয়ের শ্বশুরবাড়িতে থেকে যায়। তখন চাঁদনী একাই বাড়িতে ফিরছিল। চাঁদনী বাড়িতে না যাওয়ায় স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার বড় মুলনা খালের পাড়ে তার স্কুলব্যাগ পাওয়া যায়। আজ শুক্রবার সকালে স্বজনরা সাধারণ ডায়েরি করতে জাজিরা থানায় গেলে পুলিশ তাদের বিকেলে থানায় যেতে বলে। থানা থেকে ফিরে চাঁদনীর চাচা আজাহার খান বড় মুলনা খালের তীর ধরে চাঁদনীকে খুঁজতে থাকেন। দুপুর আড়াইটার দিকে খালের পাড়ে চাঁদনীর মরদেহ পড়ে থাকতে দেখে তিনি থানায় খবর দেন। জাজিরা থানার পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ধর্ষণের পর চাঁদনীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাঁদনীর বান্ধবী পাখি আক্তারকে আটক করেছে।
আজ বিকেলে ছোট মুলনা গ্রামে চাঁদনীর বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা শরীফা বেগম কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনরাও বিলাপ করছেন। মৃত্যুর খবর শুনে গ্রামের শত শত মানুষ তাদের বাড়িতে ছুটে আসছে। চাঁদনীর বাবা ঢাকার শ্যামবাজারের সবজি বিক্রেতা। মেয়ের মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাড়িতে রওনা দিয়েছেন।
চাঁদনীর মা শরীফা বেগম বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। জীবনে কারো কোনো ক্ষতি করিনি। তা হলে আমার এমন সর্বনাশ কেন করল?’
চাঁদনীর চাচা আজাহার খান বলেন, ‘থানায় জিডি করতে গেলে পুলিশ আমার ভাই-ভাবীকে নিয়ে বিকেলে যেতে বলে। ওর স্কুলব্যাগ যেখানে পাওয়া যায়, সে এলাকা দিয়ে খোঁজাখুঁজি করতে থাকি। দুপুর আড়াইটার দিকে বড় মুলনা খালের পাড়ে লাশ দেখে থানায় খবর দিই।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির বান্ধবীকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা হরা হচ্ছে, ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের অনুসন্ধানের চেষ্টা চলছে।’