বাসচাপায় শিক্ষার্থী নিহত, আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

Looks like you've blocked notifications!
বাসচাপায় মাদ্রাসা ছাত্র মাহবুবুর রহমান নিহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাঙচুর করে মাদ্রাসার শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনার পর মাদ্রাসার শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর ও  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বিকেল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত মাহবুবুর রহমান বগুড়ার আবদুল আজিজের ছেলে। সে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, দুপুরে দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় আজমেরী পরিবহনের কালিয়াকৈরগামী একটি যাত্রীবাহী বাস মাদ্রাসার সামনে মাহবুবুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার নিহত হওয়ার খবর পেয়ে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং মহাসড়কটি অবরোধ করে রাখে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।  আড়াই ঘণ্টা পর পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।