সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকো পার্কে আগুন

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকো পার্কে আকস্মিক আগুন লেগে পার্কের কাশবন পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও ইকোপার্কের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকো পার্কে আকস্মিক আগুন লেগে পার্কের কাশবন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বঙ্গবন্ধু ইকো পার্কের ফরেস্টার নূর মোহাম্মদ জানান, আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পার্কের কাশবন এলাকায় আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পার্কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সফিকুল ইসলাম, দর্শকের ছুড়ে ফেলা আগুনে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কাশবনের একটি অংশ পুড়ে যাওয়া ছাড়া ইকোপার্কের অন্য কোনো ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে তিনি জানান।