মানিকগঞ্জ কারাগারে স্বেচ্ছায় রক্তদান

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ছবি : এনটিভি

মানিকগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কারা সপ্তাহ উপলক্ষে কারা অধিদপ্তর, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এবং জেলা রেডক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বেলা ১১টার দিকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উপলক্ষে কারাগার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কারাগারের সুপার নূরশাদ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. ইমরান আলী, কারাগারের জেলার আবু মুছা, আইসিআরসির উপদেষ্টা শিরিন সুলতানা এবং জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ইসরাফিল হোসেন।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। যেকোনো প্রাপ্তবয়স্ক ও সুস্থ ব্যক্তি প্রতি চার মাস অন্তর রক্তদান করতে পারেন। এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে এবং রক্তদানে উৎসাহিত করতে হবে।

কর্মসূচিতে জেলা কারাগারের ২৫ জন কর্মকর্তা ও কারারক্ষী এবং জেলা রেডক্রিসেন্ট সোসাইটির পাঁচজন সদস্য রক্তদান করেন।