উল্লাপাড়ায় ২৫ ‘ডাকাত’ আটক, বাস জব্দ

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা ও পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ ২৫ ডাকাত আটক হয়েছে। এ সময় পুলিশ বাসের মধ্যে থাকা ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন বাসের ভুয়া ১৫ থেকে ২০টি নম্বর প্লেট, বাদ্যযন্ত্র, দেশীয় অস্ত্র, মুঠোফোন, ভুয়া কাগজপত্র উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বুধবার রাতে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের যাত্রীদের চলাফেরা, আচার আচরণে সন্দেহ হলে স্থানীয় জনগণ ও শ্রমিকরা বাসসহ যাত্রীদের আটক করে পুলিশে খবর দেয়। বাসটির নম্বর ঢাকা-মেট্টো-ক ১৪৮১০৫। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসসহ ওই ২৫ জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদে ডাকাতি করার কথা পুলিশের কাছে স্বীকার করে। আটক বাস থেকে রাজধানী পরিবহন, রজনী গন্ধা পরিবহন, রাজদূত, এসবি পরিবহন, মিম ঐশী পরিবহন, এসবি পরিবহন, শাহ পরান পরিবহনসহ বেশ কয়েকটি আন্তজেলা কোচের নাম ফলক, ঢোল ও প্রচুর পরিমাণ দড়ি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে।