ডাকাত সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত
কুমিল্লার চান্দিনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
গণপিটুনিতে নিহত ব্যক্তিরা হলেন চান্দিনার তেবারিয়া গ্রামের রুবেল ( ২৫) ও বেলাশ্বর এলাকার সোলেমান ( ৩০)।
পিটুনিতে গুরুতর আহত হয়েছেন নাঈম (২৮) নামের এক যুবক। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী এনটিভি অনলাইনকে জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চান্দিনার রানীচড়া এলাকার সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল একদল লোক। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন ও গ্রামের পাহারাদাররা ধাওয়া দিয়ে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে আজ ভোরে গুরুতর আহত ওই তিনজনকে উদ্ধার করে পুলিশ।
ওসি আরো বলেন, উদ্ধারের পর তিনজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই মারা যান আরো একজন। আহত অপরজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়।