মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জের মুকসুদপুরের বরদিয়া গ্রামে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে হামেদ মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ সময় বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বিকেল ৪টা থেকে থেমে থেমে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা বংশ ও শেখ পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তিন মাস আগে শেখ পরিবারের সিরাজ শেখকে (৭০) মারধর করে মোল্লা পরিবারের লোকজন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়িও চলে যান। পরে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আজ শুক্রবার সকালে তিনি মারা যান।

এই মৃত্যুকে কেন্দ্র করে শেখ পরিবারের লোকজন বিকেলের দিকে মোল্লা পরিবারের হামেদ মোল্লাকে মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সিন্দিয়া ঘাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।