সুন্দরবন থেকে চার বাওয়ালিকে অপহরণ, দুই দস্যু আটক

Looks like you've blocked notifications!
ছবি: এনটিভি

সুন্দরবনের নন্দবালা এলাকা থেকে চার বাওয়ালিকে অপরহণ করেছে বনদস্যু সুমন বাহিনী। বনবিভাগ অভিযান চালিয়ে ওই বাহিনীর দুই দস্যুকে আজ শনিবার সকালে আটক করেছে।
 
আটক ব্যক্তিরা হলেন মংলার বৈদ্যমারী এলাকার আয়নাল (২৯) ও সিগনাল টাওয়ার এলাকার মিজান (২৮)।

বনবিভাগ জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) নন্দবালা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন ২ নম্বর গোলপাতার কূপ এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে চারজন বাওয়ালিকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যু সুমন বাহিনী। পরে ওই বাহিনীর দুই সদস্য ট্রলার নিয়ে আজ শনিবার সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে জয়মনি এলাকার দিকে আসার পথে বনের নন্দবালা এলাকা থেকে তাদের আটক করে বনবিভাগ। 

বনবিভাগের ২ নম্বর গোলপাতা কূপের ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির উদ্দিন বলেন, শুক্রবার রাতে চার বাওয়ালিকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর সুমন বাহিনীর দুই সদস্য ট্রলার নিয়ে কুলে উঠে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের মংলা থানা পুলিশে সোপর্দ করা হবে।