অপহরণের ১৩ দিন পর কলেজছাত্রী উদ্ধার, একজন আটক

Looks like you've blocked notifications!
কলেজছাত্রী অপহরণের ঘটনায় সুনামগঞ্জ থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে আজ রোববার আশুগঞ্জ থানায় আনা হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে অপহরণের ১৩ দিন পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাউসার আহমেদ সোহেলের বাড়ি থেকে তাঁকে উদ্ধারের সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মোশাররফ হোসেনের (২৪) বাড়ি আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। তাঁকে ও ওই কলেজছাত্রীকে আদালতে পাঠানো হয়েছে।

কলেজছাত্রীর মা ও আশুগঞ্জ থানায় করা মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজে যাওয়ার পথে কলেজছাত্রীকে মোশাররফসহ তিন-চারজন অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে পরের দিন ২৬ জানুয়ারি মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া জানান, পুলিশ মোবাইল ট্র্যাকিং করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে আশুগঞ্জ থানায় নিয়ে আসে। এরপর মামলার আসামি মোশাররফ হোসেন ও তাঁকে আদালতে পাঠানো হয়েছে।