চান্দিনায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/07/photo-1454847644.jpg)
কুমিল্লার চান্দিনায় এক নারীসহ দুজন আটক হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কুটুম্বপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে হাইওয়ে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ওই বাসের চালকের সহকারী মিজানুর রহমান (৩২)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা গ্রামে এবং কুমিল্লার কোতোয়ালি থানার সাতরা গ্রামের নাছিমা (৪০)। তাদের চান্দিনা থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানেরই অংশ হিসেবে আজ দুপুরে রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২৮ কেজি গাঁজাসহ এই দুজনকে আটক করা হয়।