ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বিআরটিসির এসি বাস চালু

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস আজ শনিবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন। ছবি : এনটিভি

ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস চালু করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, বিআরটিসি পরিবহন ছয়টি বাস দিয়ে সড়কে যাত্রা শুরু করল। শহরের দর্পনা রোডে পুরাতন বাসস্ট্যান্ডের কাউন্টার থেকে বাস ছেড়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত যাবে। ভাড়া মাত্র ৭০ টাকা।

বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে ইরাদত মানু, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা প্রমুখ।