জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাজি মুজিব
দীর্ঘ এক বছর ১৫ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি মুজিবুর রহমান চৌধুরী। আজ মঙ্গলবার দুপুর ২টায় গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সেল থেকে মুক্তি পান তিনি।
মুজিবুর রহমান ২০১৫ সালের ২৪ জানুয়ারি শ্রীমঙ্গলের ভৈরব বাজারে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের একটি মামলায় আটক হন। পরে ঢাকার পল্টনের একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাঁকে নেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে পাঠানো হয় কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি সেলে।
এই মামলায় মুজিবুর রহমান গত বছরের ২৯ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান। এর বিরুদ্ধে বাদীপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। গত ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট আপিল খারিজ করলে মুজিবুর রহমানের জামিন বহাল থাকে। তবে জামিন সংক্রান্ত কাগজপত্রে কিছু জটিলতা থাকার কারণে অতিরিক্ত আরো নয়দিন জেলহাজতে থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি মুক্তি পান।
জেল থেকে বের হয়ে মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, হাজারবার জেলে গেলেও গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে তিনি পিছপা হবেন না।