আদালত থেকে আসামির পলায়ন
পঞ্চগড়ে আদালতের বারান্দা থেকে আজ বুধবার উজ্জ্বল (৩২) নামের ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছেন।
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ বি এম তারিকুল ইসলাম আজ দুপুরে উজ্জ্বলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। হাজতে পাঠানোর সময় আদালতের বারান্দা থেকে পালিয়ে যান উজ্জ্বল। এ সময় তাঁর হাতে কোনো হাতকড়া ছিল না, রশি বাঁধাও ছিল না। আজ তাঁর হাজিরার তারিখ ছিল।
পলাতক উজ্জ্বলের বাড়ি জেলার সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে।
আদালত, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা শহরের একজন সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতির একটি মামলায় গত ১৩ জানুয়ারি উজ্জ্বলসহ চারজনকে গ্রেপ্তার করে পঞ্চগড় থানার পুলিশ। ওই দিনই তাঁকে জেলহাজতে পাঠানো হয়। আজ ওই মামলার হাজিরার তারিখ ছিল। পুলিশ দুপুরে উজ্জ্বলকে আদালতে হাজির করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আদালতের কাঠগড়া থেকে তাঁকে নিয়ে যাওয়ার সময় আদালতের বারান্দায় কনস্টেবল মোহাম্মদ আলীর হাত থেকে তিনি পালিয়ে যান।
পঞ্চগড় আদালতের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. নুরুল ইসলাম আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।