সরকার অবৈধ, এই কথা বলার দিন শেষ : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অবৈধ, অনৈতিক, এই কথা বলার দিন শেষ। আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদে মহিলাবিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় পুলিশের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রশাসনের দু-একজনের অপরাধ সামগ্রিক চিত্র নয়, বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের মূল্যায়ন করা উচিত নয়। কারণ প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই আমরা জঙ্গিবাদের উৎপাত থেকে কিছুটা শান্তিতে আছি। দেশবাসী নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারছে। সেই দিক থেকে দু-একজনের অন্যায় কাজের জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করা উচিত নয়।
সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তিমণি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।