৫৯ ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী : টিআইবি

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা ক্লাবে টিআইবি আয়োজিত ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্য দেন ড. ইফতেখারুজ্জামান। ছবি : এনটিভি

দেশের দশম জাতীয় সংসদের সদস্যদের মধ্যে ৫৯ ভাগই ব্যবসায়ী। এটি ক্রমাগতভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ বৃহস্পতিবার কুমিল্লায় একটি অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ‘দেশে এখনো জনকল্যাণমুখী কাজ করার মতো রাজনীতিবিদ আছেন। তবে তাঁরা ক্রমেই কোনঠাসা হয়ে পড়ছেন। স্বাধীনতার পর দেশে জাতীয় সংসদ সদস্যদের মধ্যে সাড়ে ১৭ ভাগ ব্যবসায়ী ছিলেন। বর্তমান দশম সংসদে তা বেড়ে ৫৯ শতাংশে দাঁড়িয়েছে। বিগত নবম সংসদেও তাই ছিল।’

সকাল ১০টায় কুমিল্লা ক্লাবে টিআইবি কুমিল্লা আয়োজিত ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্য ও দর্শকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে যে সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়, সেটি অতি সহজেই ডাবল ডিজিটে অর্থাৎ ১০ ডিজিটে যেতে পারত যদি দুর্নীতিকে আমরা কার্যকরভাবে প্রতিহত করতে পারতাম। দুর্নীতির কারণে সরকারি খরচ অনেক বেড়ে যায়। এ কারণে যে ক্ষতি হয় তা সাধারণ জনগণের ওপর এসে পড়ে।

এক প্রশ্নের উত্তরে ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, স্থানীয় সরকার পর্যায়ে প্রচুর সম্পদ ব্যয় হয়। যেখনে সম্পদের ব্যয় বেশি সেখানে দুর্নীতি বেশি। যে সব কারণে স্থানীয় সরকারের বাস্তব ক্ষমতায়ন হচ্ছে না তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি।

টিআইবি কুমিল্লা শাখার সভাপতি আলী আকবর মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন অধ্যক্ষ আমির আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফ, কুমিল্লার সিভিল সার্জন মুজিবুর রহমান, কুমিল্লা বিএমএ সভাপতি গোলাম মহিউদ্দিন দিপু প্রমুখ।

সভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।