হাওরের উন্নয়নে কাজ করবে জাইকা

জাপানের রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থা জাইকার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিকিও হাতাইদা বলেছেন, হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উপন্নয়নের জন্য জাইকা কাজ করে যাচ্ছে। আর এর উদ্দেশ্য হলো স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি, হাওরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্প্রীতি বজায় রাখা। জাইকা যতটা সম্ভব এই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চায়। যাতে হাওর অঞ্চলের মানুষ সব ধরনের সুবিধা পায়।
আজ শুক্রবার বেলা ১১টায় জাইকার অর্থায়নে জেলার অবতপুর গ্রামে স্থানীয়দের মধ্যে লভ্যাংশ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিকিও হাতাইদা এসব কথা বলেন। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
জাইকার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বলেন, ‘আমরা এই প্রকল্পের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারব বলে আমরা বিশ্বাস করি। আগামী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সুনামগঞ্জ জেলার সাতটি উপজেলার গ্রামীণ জনপথে অবকাঠামো উন্নয়ন ও মৎস্য উন্নয়নে কাজ করবে জাইকা।
এলজিইডি সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন প্রকল্প পরিচালক শেখ মো. মহসিন, সুনামগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ ও প্রকল্পের টিম লিডার ইয়ান বারওয়েল প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন এলজিইডি মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট আব্দুল হাই চৌধুরী ও মুজিবুর রহমান।
পরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে টুকের বাজার-বাহাদুরপুর গ্রামীণ সড়কের কাজ শেষে কাজের সঙ্গে জড়িত ৬০ জনকে ১০ হাজার ১২০ টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া হয়।