আট ঘণ্টা পর স্বাভাবিক শিমুলিয়া-কাওরাকান্দি

Looks like you've blocked notifications!
ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার সকাল ৮টা থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে আবার ফেরি পারাপার শুরু হয়েছে। ছবি : এনটিভি

ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে আবার ফেরি পারাপার শুরু হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে ফেরি পারাপার বন্ধ হয়। আর চালু হয় আজ শনিবার সকাল ৮টার দিকে।

এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ৯ শতাধিক যাত্রী নিয়ে নোঙর করেছিল পাঁচটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলীম   জানান, রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। কুয়াশা কেটে যাওয়ায় আজ শনিবার সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

চলাচলে বিঘ্ন ঘটায় এই দীর্ঘ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা ছিল।

ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।