বাস পোড়ানোর মামলায় সাংবাদিককে আসামি করায় প্রতিবাদ

বাস পোড়ানোর মামলায় দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোপ্রধান সাংবাদিক আনু মোস্তফাকে আসামি করায় প্রতিবাদ করা হয়েছে। রাজশাহী রক্ষাসংগ্রাম পরিষদের উদ্যোগে আজ রোববার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে প্রতিবাদেমানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে বক্তারা চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুলিশ রাজশাহীতে ‘আটক-বাণিজ্য’করছে বলে অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, পুলিশের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে একাধিক খবর দৈনিক যুগান্তরে প্রকাশিত হওয়ায় আনু মোস্তফাকে বাস পোড়ানোর তিন মামলার আসামি করা হয়েছে। অবিলম্বে এসব মামলা থেকে এ সাংবাদিকের নাম প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।