মৌলভীবাজারে সুন্দরবন দিবস পালিত
সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন রক্ষার দাবিতে মৌলভীবাজার পরিবেশ আন্দোলন (বাপা) পদযাত্রা পালন করেছে।
রোববার ১৪ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার পৌরসভা মেয়র চত্বরে পরিবেশ আন্দোলন বাপার নেতা আ স ম সালেহ সোহেলের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক মুনবার্তা সম্পাদক জসিম উদ্দিন, ফেরদৌস আহমদ, সৈয়দ মহসীন পারভেজ, সময় টিভির প্রতিনিধি শাহ অলিদুর রহমান, সাপ্তাহিক মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসীন, সাবেক ছাত্রলীগ সভাপতি লিকসন আহমদ, কবি পুলক কান্তি ধর, সাংস্কৃতিক ব্যক্তি মনসুর আলম চৌধুরী, আনোয়ার হোসেন দুলাল, হাসান আহমদ রাজা প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে শেষ হয়।