চলছে চাঁদপুর শাহরাস্তি পৌর নির্বাচনে ভোট গ্রহণ

Looks like you've blocked notifications!
সকাল থেকেই চাঁদপুর শাহরাস্তি পৌর নির্বাচনে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। ছবি : এনটিভি

চাঁদপুরের শাহরাস্তি পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ১২ ওয়ার্ডে ১২টি কেন্দ্রে দুজন মেয়র, ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৪৯ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি রয়েছে।

তবে সীমানা জটিলতায় পিছিয়ে পড়ায় দ্বিতীয় দফায় অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী হাজি আ. লতিফ ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মো. মোস্তফা কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৯৮ সালের ১৫ অক্টোবর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে চাঁদপুরের শাহরাস্তি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই পৌরসভার জনসংখ্যা ৪৮ হাজার ৬৫০ জন। ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণির শাহরাস্তি পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৩৮ জন।