৭ মার্চের ভাষণ স্বাধীনতাকামীদের অনুপ্রেরণা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিকে সব সময়ে নতুন করে শক্তি জুগিয়ে আসছে এবং বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দিয়ে আসছে। আমরা যখন এই ভাষণ শুনি, তখন এর প্রতিটি শব্দ ও ভাষা আমাদেরকে জাতীয় স্বার্থে নিজেদের উৎসর্গ করার প্রেরণা জোগায়।’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : কেন বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের একটি’ শীর্ষক এক সেমিনারে ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সেই ভাষণ মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে এবং জঙ্গিবাদসহ সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন।
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর এই ভাষণ নিষিদ্ধ ছিল। স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো সক্রিয় রয়েছে। তারা এই ভাষণকে ভয় পায়। কারণ এতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কথা বলা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্ম স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে এই ভাষণ থেকে প্রেরণা পাবে। অতীতে কেউ বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।’
সেমিনারের শুরুতে ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শোনানো হয়। এ সময় দর্শকদের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করছিল।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম শাহিনুর রহমান। এ ছাড়া সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং সংসদ সদস্য নাজমুল হাসান পাপনও সেমিনারে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জানান সংস্থার প্রধান নির্বাহী মাসুরা হোসেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং তাঁর জীবন ও কর্মের ওপর বাংলা একাডেমি ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বাংলা একাডেমি প্রকাশ করেছে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : বহুমাত্রিক বিশ্লেষণ’ এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট প্রকাশ করেছে ‘পয়েট অব পলিটিকস’।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : কেন বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের একটি’ শীর্ষক এক সেমিনারে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস