কেক কেটে বাউল সম্রাটের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু

সুনামগঞ্জে বাউল সম্রাটের শততম জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা হলো আজ। অনুষ্ঠানে আসা শিল্পীরা সমবেত কণ্ঠে ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে... ’ এই গান গেয়ে বাউল সম্রাটের জন্মদিনের কেক কাটেন।
পরে উপস্থিত সুধীজনদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাঙালির প্রিয় শিল্পী শাহ্ আব্দুল করিমের জন্মদিনের অনুষ্ঠান সুনামগঞ্জ জেলায় সূচনা হলো আজ, এই কেক কাটার মধ্য দিয়ে। সারা বছরই জেলার কোনো না কোনো এলাকায়, কোনো না কোনো সাংস্কৃতিক সংগঠন শাহ্ আব্দুল করিমের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠান করবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, বিশিষ্ট সংগীতশিল্পী অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু ও জেলার সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ ও মঞ্জুরুল হক চৌধুরী।
কেক কাটা শেষে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবর্ষ উপলক্ষে সংগীত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কিংবদন্তিতুল্য গায়ক শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে বাউলসম্রাট মৃত্যুবরণ করেন।