নারায়ণগঞ্জে এনজিও কার্যালয়ে বিস্ফোরণে দগ্ধ ৭
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে একটি চারতলা ভবনের নিচতলায় অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যালয়ে বিস্ফোরণে সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ সময় ওই ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। অগ্নিদগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পঞ্চবটীর রূপসী হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের স্ফুলিঙ্গ থেকে গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এলাকাবাসী জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক।
অগ্নিদগ্ধরা হলেন এনজিও কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদুল হালিম, কর্মচারী মিজান, সোহেল, মিজানুর রহমান, ওমর ফারুক, ইলেকট্রিক মিস্ত্রি আসলাম ও আরমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচতলার ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস) এনজিওর নারায়ণগঞ্জ শাখা কার্যালয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারতলা ভবনটি কেঁপে ওঠে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক এনটিভি অনলাইনকে জানান, আহতদের প্রথমে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধদের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। পরে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হয়। ওই এনজিও কার্যালয় থেকে ক্ষুদ্রঋণ বিতরণ করা হতো। এনজিওটির প্রধান কার্যালয় টাঙ্গাইলে।