কুষ্টিয়া জেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত
ধর্মীয় জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, বৈষম্যহীন অসম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে পাঁচ বছর পর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ওই সম্মেলন হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরিফ নূরুল আম্বিয়া।
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, করিম সিকদার ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা পরিষদের হলরুমে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের মতামত নিয়ে কুষ্টিয়া জেলা জাসদের বর্তমান সভাপতি গোলাম মহসিনকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনকে পুনরায় সাধারণ সম্পাদক করে জেলা কমিটি নির্বাচিত করা হয়।
সম্মেলনে কুষ্টিয়া ছাড়াও পাবনা ও ঝিনাইদহসহ আশপাশের জেলা ও বিভিন্ন উপজেলা জাসদ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।