দৌলতদিয়ায় নদী পারাপারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারাপারের অপেক্ষায় আট শতাধিক যানবাহন আটকা পড়েছে। দক্ষিণবঙ্গের নিয়মিত পারাপার হওয়া যানবাহনের সঙ্গে ফরিদপুরের আটরশির ওরশ শেষে যানবাহনগুলো হঠাৎ করে বিকেলে একযোগে এ ফেরিঘাটে আসায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ফলে ফেরিঘাটে নদী পারাপারের অপেক্ষায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার ঘন কুয়াশার কারণে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ওই সব নিয়মিত যানবাহনের সঙ্গে ওরশ ফেরত যাত্রীদের যানবাহন যোগ হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে ছোট বড় ১৬টি ফেরির মাধ্যমে যানবাহনগুলো পারাপার অব্যাহত রয়েছে।
দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মৃদুল রঞ্জন দাস রাত সাড়ে ৯টায় এনটিভি অনলাইনকে জানান, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ রেলগেট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। পরিবহনগুলো যাতে মহাসড়কে সিরিয়াল ভেঙে যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।