হুজির ছয় নেতাকর্মী গ্রেপ্তার : পুলিশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/17/photo-1455703344.jpg)
নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এদের মধ্যে কুষ্টিয়া অঞ্চলের হুজি কমান্ডার সাজ্জাদুল আলম রয়েছেন বলে জানানো হয়েছে।
আজ বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
সদ্য উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুজির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, অর্থ জোগানসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি ও সেক্যুলার রাজনৈতিক ব্যক্তিবর্গের ওপর আক্রমণ করার পরিকল্পনার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। এঁদের মধ্যে একজন কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিসে এবং একজন কুষ্টিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বলে জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, ‘সেক্যুলার যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলোতে হামলা এবং সেক্যুলার ব্যক্তিত্ব ও রাজনৈতিক কিছু নেতাকে টার্গেট করেছিল (গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা)। বাংলাদেশের অন্য কোথাও তাদের সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে কি না সেটি আমরা জানার চেষ্টা করব এবং কারা কারা নেতা রয়েছে বিভিন্ন অঞ্চলে কর্মরত তাদের সম্পর্কে তথ্য নিয়ে আমরা পরবর্তী অভিযান পরিচালনা করব।’
এদিকে, গত রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২১টি চোরাই মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও দুটি চাপাতিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।