ভাষা শহীদ রফিকের বাড়িতে পুনর্নির্মিত হলো শহীদ মিনার

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জের সিংগাইর উপ‌জেলার বলধারা ইউনিয়নের রফিক নগরে ভাষা শহীদ রফিকের বাড়ির আঙিনায় পুনর্নির্মিত শহীদ মিনার। ছবি : এনটিভি

বায়ান্নর ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক উদ্দিন আহমেদ জন্মে ছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপ‌জেলার বলধারা ইউনিয়নের পারিল গ্রামে। যার বর্তমান নাম রফিক নগর।‌

নিজ বাড়ির আঙিনায় এলাকাবাসীর উদ্যোগে ছোট্ট এক‌টি শহীদ মিনার নির্মাণ করা হ‌য়ে‌ছিল অনেক আগেই। ভাষা আন্দোলনের দীর্ঘ ৬৪ বছর পর এবার সেখা‌নে সরকারিভা‌বে নির্মিত হয়েছে শহীদ মিনার।
আজ বুধবার বি‌কেল ৪টায় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন ভূঁইয়া, শহীদ রফিকের ছোট ভাই মো. খোরশেদ আলম, ভাতিজা আবদুর রউফ, সিংগাইর ডিগ্রি কলেজের অধ্যাপক জগদীশ চন্দ্র মালো প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের তত্ত্বাবধানে পাঁচ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।

এ দিকে গতকাল মঙ্গলবার শহীদ রফিক স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী অমর একুশে মেলা। শহীদ রফিক মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে কবিতা আবৃত্তি, গান, নাচ, নাটক। মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।