মুন্সীগঞ্জে বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে সেমিনার

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে গতকাল বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে মুন্সীগঞ্জে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৫টার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

‘সরকারি আইনি সহায়তা কার্যক্রমে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ, সাফল্য ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয় আইন সহায়তা সংস্থা। 

সেমিনারে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক, মুখ্য বিচারিক হাকিম মো. বদরুল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলী মজুমদার, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জসিম উদ্দিন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. কফিল উদ্দিন, সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আবদুল মতিন, জিপি লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শ ম হাবিবুর রহমান, সাবেক সভাপতি কাজী আফসার হোসেন নিমু, সাবেক সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ।