‘বন্দুকযুদ্ধে অপহরণকারী’ গুলিবিদ্ধ, কলেজছাত্র উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে এক অপরহণকারী’ গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরিহরা গ্রামে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আশরাফুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার নলখোলা গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম দাবি করেন, মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মৃত আসাদুল ইসলামের কলেজপড়ুয়া ছেলে আরিফুল ইসলামকে (২২) ১০ ফেব্রুয়ারি নিজ গ্রাম থেকে অপহরণ করা হয়।
‘এর পর অপহরণকারীরা পরিবারের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তী সময়ে শৈলকুপার শহীদনগর বাজারের পাশের একটি বাড়িতে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলে। পুলিশ ওই বাড়িটি ঘিরে অপহরণকারী আশরাফুলকে আটক করে এবং অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করে’, বলেন ওসি।
ওসি আরো দাবি করেন, তাদের নিয়ে শৈলকুপা থানায় আসার পথে রাত ৩টার দিকে হরিহরা গ্রামের ইটভাটার কাছে আশরাফুলের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আশরাফুল পালানোর চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।