কালকিনিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই মামলা
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে। মোহাম্মদ আলী নামের এক মাছ ব্যবসায়ী গতকাল রোববার কালকিনি থানায় ওই মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, আজ ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে ইউপি চেয়ারম্যান মীর নাসির, মনির হোসেন ও অহিদ সরদার পুলিশ পরিচয় দিয়ে মাছবোঝাই পিকআপের গতিরোধ করেন। এরপর তাঁরা মাছ ব্যবসায়ী আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইউপি চেয়ারম্যান ও তাঁর সঙ্গীরা ব্যবসায়ী ও পিকআপের চালককে মারপিট করে দুই লক্ষাধিক টাকার মাছ ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন, জাটকা সন্দেহে পিকআপটি স্থানীয়রা আটক করেছে ঠিকই। তবে মাছ ছিনতাই করা হয়নি।