সিলেটে শিশু সাঈদ হত্যা

‘র‌্যাবের সোর্স’ গেদা মিয়া ৩ দিনের রিমান্ডে

Looks like you've blocked notifications!
সিলেটে শিশু সাঈদ হত্যার ঘটনায় র‌্যাবের সোর্স পরিচয়ধারী গেদা মিয়াকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মো. সাজেদুল করিম এ আদেশ দেন। ছবি : এনটিভি

সিলেটে মুক্তিপণ না পেয়ে শিশু সাঈদ (৯) হত্যার ঘটনায় র‌্যাবের সোর্স পরিচয়ধারী গেদা মিয়াকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মো. সাজেদুল করিম এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিম পাটোয়ারী আদালতে গেদা মিয়ার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই মামলার অপর আসামি সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিবের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য সিলেট মহানগর হাকিমের আদালত-১-এ নেওয়া হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন পুলিশ কনস্টেবল এবাদুর রহমান।

গত শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুর বাবা মতিন মিয়া বাদী হয়ে এবাদুর রহমান, নুরুল ইসলাম রাকিব ও গেদা মিয়াসহ অজ্ঞাত আরো দুই-তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার জের ধরে গেদা মিয়া ও নুরুল ইসলাম রাকিবকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ।