রাজবাড়ীতে অস্ত্র, গুলিসহ ৪ ‘চরমপন্থী’ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাগদীপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে একটি ওয়ান শ্যুটারগান ও ছয়টি গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন পাংশার পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রামের জগদীশ বিশ্বাস (৩০), শ্যামল কুমার বাড়ৈ (৩৫), কালুখালী উপজেলার আলমডাঙ্গা গ্রামের শুভজিৎ মণ্ডল (২২) ও বালিয়াকান্দি উপজেলার মরাবিলা গ্রামের জহুরুল ইসলাম (২০)।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াৎ জানান, বাগদীপাড়া সেতুর উত্তরপাশে একটি খোলা মাঠে চরমপন্থীদের একটি দল গোপন বৈঠক করছে-এ খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া চারজন চরমপন্থী অমল বাহিনীর সক্রিয় সদস্য এবং পাংশা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। এরা এলাকায় চরমপন্থী অমলের নামে দীর্ঘদিন চাঁদা তুলে ভয়ভীতি দেখিয়ে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।