ঝালকাঠি পৌরসভায় বিএনপির প্রার্থী চূড়ান্ত
ঝালকাঠি সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে শহর বিএনপির সভাপতি অনাদী দাসকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনাদী দাসকে মনোনয়নপত্র দেওয়া হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা মনোনয়নপত্র তাঁর হাতে তুলে দেন। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৩১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র কেনা এবং দাখিলে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা বাধা দিচ্ছে। এমনকি বিএনপির প্রার্থীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।