সাজেকে জিপ উল্টে এক পর্যটক নিহত, আহত ৫

Looks like you've blocked notifications!
সাজেকে দুর্ঘটনায় আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি ক্যাপশন : এনটিভি

খাগড়াছড়ি-সাজেক সড়কে জিপগাড়ি উল্টে আল-মুমিন (২৮) নামে এক পর্যটক নিহত হয়েছেন। আজ রোববার ১২টার দিকে সাজেক থানার চম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-মুমিন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র এবং নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আবদুর রশিদের ছেলে।  

এ ঘটনায় আরো প্রায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আবদুল কাদের ও জাহাঙ্গীর আলমকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আল-মুমিনের সহপাঠী মেহেদী হাসান জানান, সকালে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পাহাড় উঠতে গিয়ে জিপগাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় জিপটি সামনের অপর জিপগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে আল-মুমিনসহ দুই গাড়ির পাঁচজন আহত হন। আহতদের হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা মুমিনকে মৃত ঘোষণা করেন। 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, নিহতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে আর জিপ দুটি আটক করা হয়েছে।