আ. লীগ ২০টির বেশি আসন পাবে না : ড. রিপন
এই মুহূর্তে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টির বেশি আসন পাবে না বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
আজ রোববার বিকেলে পটুয়াখালীর সার্কিট হাউস রোডের সুরাইয়া ভিলায় জেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় এ মন্তব্য করেন রিপন।
আসাদুজ্জামান রিপন বলেন, এই যে মানুষের বঞ্চনাবোধ জাতীয় সংসদ থেকে শুরু করে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি মানুষকে ভোট দিতে দেওয়া না হ্য়, জনগণ যদি তাঁদের বাছাই করা প্রার্থীদের নিজেরা নির্বাচিত করতে না পারেন, তাহলে শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। জনগণ জাতীয় সংসদে ভোট দিতে পারেনি, এক। সিটি করপোরেশনে ভোট দিতে পারেনি, দুই। পৌর নির্বাচনে ভোট দিতে পারেনি, তিন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি ভোট দিতে না পারে অর্থাৎ জনগণের চারটি ভোট কিন্তু আপনার সরকার হরণ করেছে। জনগণ চারগুণ ভোট বেশি দিয়ে সরকারকে পরাজিত করবে।’
জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, আবদুল আউয়াল খানসহ জেলার নেতারা।
কলাপাড়ায় সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী ও স্থানীয় নেতা মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনা তদন্তে কেন্দ্রীয় নেতারা রাতে কলাপাড়া চলে যান।