কুড়িগ্রাম সীমান্ত থেকে ১৪টি ভারতীয় গরু উদ্ধার

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্ত এলাকা থেকে আজ সোমবার ভোররাতে ১৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : এনটিভি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোরে সীমান্তের মেইন পিলার ৯৮৭ নম্বরের সাবপিলার ৪ এলাকা থেকে এসব গরু উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের শালঝোড় বিওপির হাবিলদার মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শালঝোড় সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর এলাকায় অবস্থান নেয় টহল দলটি। পরে সেখান থেকে মালিকবিহীন ১৪টি ভারতীয় গরু দেখতে পেয়ে আটক করে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন।

বিজিবি কর্মকর্তা জানান, আটক গরুগুলো নাগেশ্বরী উপজেলার জয়মনির হাট কাস্টমস কার্যালয়ে জমা করা হয়েছে।